শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | Om Birla-K Suresh: স্পিকার পদে দুই প্রতিদ্বন্দ্বী, দেখে নিন একনজরে

Riya Patra | ২৫ জুন ২০২৪ ১৮ : ২৭Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন বসেছে সোমবার, ২৪ জুন। ২৬ জুন অধ্যক্ষ নির্বাচিত হবে সংসদে। মঙ্গলবারেই জানা গিয়েছে, দ্বিতীয় দফায় লোকসভার অধ্যক্ষ হিসেবে এনডিএ জোট সিলমোহর দিয়েছে ওম বিড়লার নামের পাশে। অন্যদিকে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বিড়লার বিপরীতে প্রার্থী হয়েছেন কংগ্রেস সাংসদ কে সুরেশ। বুধাবার ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হবে লোকসভার অধ্যক্ষ। উল্লেখ্য, স্বাধীন ভারতে এই প্রথম শীর্ষ সংসদীয় এই পদের জন্য নির্বাচন হবে। তার আগেই এক নজরে লোকসভার অধ্যক্ষ পদের দুই প্রার্থী।

ওম বিড়লা- জন্ম ১৯৬২ সালের ২৩ নভেম্বর। তাঁর রাজনৈতিক জীবন মূলত আবর্তিত হয়েছে রাজস্থানের কোটাকে কেন্দ্র করেই। ১৯৮৭-৯১ কোটা জেলা ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতি হন। ১৯৯১-৯৭ ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি পদে ছিলেন। ১৯৯৭-২০০৩ ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সহ-সভাপতি পদে ছিলেন। কোটা দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে ২০০৩ সালে কংগ্রেসের শান্তি ধারিওয়ালকে ১০,১০১ ভোটে পরাজিত করে নির্বাচন জেতেন ওম বিড়লা। ভোটের ব্যবধান বাড়িয়ে ফের জিতেছিলেন ২০০৮ সালেও। ২০১৩ সালে ৫০০০০ হাজার মার্জিনে তৃতীয় দফার বিধানসভা নির্বাচন জেতেন। ২০০৩-০৮ সময়কালে রাজস্থান সরকারের সংসদীয় সচিব ছিলেন তিনি। বিড়লা রাজস্থানের কোটা থেকে লোকসভা ভোট জেতেন ২০১৪ সালে। টানা তিনবার কোটা থেকেই সাংসদ হন তিনি। ২০১৯ সালের ১৯ জুন ১৭তম লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন। পুনরায় ২০২৪ সালে তাঁকেই অধ্যক্ষ পসে বসাতে চাইছে এনডিএ সরকার। ওম বিড়লা গত দুই দশকে প্রথম ব্যক্তি, দ্বিতীয়বারেও যাঁর উপর ভরসা রেখেছে শাসক দল। এর আগে ১৯৮০-১৯৯০, টানা দশ বছর, অর্থাৎ দুই পূর্ণ লোকসভা কালে অধ্যক্ষ পদে বসেছিলেন বলরাম জাখর। বুধবার বিড়লা জিতে গেলে, তিনি ছুঁয়ে ফেলবেন জাখরের রেকর্ড।

কে সুরেশ- কোডিকুনিল সুরেশ। জন্ম ৪ জুন, ১৯৬২। কেরল প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি। লোকসভায় কংগ্রেস সংসদীয় দলের চিফ হুইপ। সারা ভারত কংগ্রেস কমিটির সচিব পদে ছিলেন সুরেশ, ছিলেন কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান প্রতিমন্ত্রীও। ১৯৮৯ সালে প্রথম লোকসভা ভোট জেতেন অদুর থেকে। পরপর ১৯৯১, ১৯৯৬,১৯৯৯-এর নির্বাচন জেতেন। মাঝে ১৯৯৮ এবং ২০০৪-এর নির্বাচনে পরাজিত হন। ২০০৯ সালে মাভেলিকারা থেকে লোকসভা ভোট লড়েন। প্রায় ৫০ হাজার মার্জিনে জয়লাভ করেন সেবার। একই কেন্দ্র থেকে ২০১৪, ২০১৯ এবং ২০২৪-এর নির্বাচনে জয়ী হন এই কংগ্রেস নেতা। গত ৭ দফায় ২৯ বছর সংসদে রয়েছেন কেরলের এই কংগ্রেস নেতা। এই মুহূর্তে লোকসভার সবচেয়ে বেশি মেয়াদের সাংসদ তিনি।




নানান খবর

নানান খবর

"যেকোনও পদক্ষেপেই পূর্ণ সমর্থন", পহেলগাঁও নিয়ে সর্বদল বৈঠক শেষে মোদি সরকারকে বড় আশ্বাস রাহুল গান্ধীর

২০০৮ মালেগাঁও বিস্ফোরণ: সাধ্বী প্রজ্ঞা ঠাকুর-সহ অন্য দোষীদের মৃত্যুদণ্ড চায় এনআইএ

ক্যাব বাইক বুক করেছিলেন মহিলা, চালকের রিপ্লাইয়ে শিউরে উঠলেন তিনি

'পুলওয়ামা, পহেলগাঁও সব সরকারের ষড়যন্ত্র', বিভ্রান্তিকর মন্তব্য করে গ্রেপ্তার অসমের বিধায়ক

'আদর্শ জীবনসঙ্গী'কে খুঁজে পাচ্ছেন না কিছুতেই, দুই বছরে চার বার বিবাহবিচ্ছেদে শিক্ষকের

৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের, সমস্ত ‘সার্ক’ ভিসা বাতিল: বিদেশ মন্ত্রক

স্থগিত সিন্ধু জল চুক্তি, বন্ধ আটারি সীমান্ত, পহেলগাঁও হামলার পরের দিনেই কড়া পদক্ষেপ ভারতের: সূত্র

Exclusive: ‘আমরা তো অতিথিদের কখনও ধর্মে মাপিনি’, কাশ্মীরী মেহরাজের কান্নায় কেঁপে উঠল দেশ!

তামিলনাড়ু ও তেলেঙ্গানায় মিড-ডে মিলে বিষক্রিয়া, পড়ুয়ারা হাসপাতালে

ভেলোর দুর্নীতি মামলা: জলসম্পদ মন্ত্রী দুরাই মুরুগনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ

জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উচ্চ পর্যায়ের বৈঠক করলেন তিনি

পহেলগাঁওতে জঙ্গি হামলা, চালু করা হল হেল্পলাইন নম্বর

রক্তাক্ত কাশ্মীর! পহেলগাঁওতে ২৬ জনের মৃত্যুর আশঙ্কা, বিস্ফোরক দাবি এক মহিলার

'মোদিকে গিয়ে বলুন', স্বামীর নিথর দেহের সামনে দাঁড়িয়ে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা স্ত্রী পল্লবীর

ভালবেসে বিয়ে করেছিলেন, মেয়েকে শ্বশুরবাড়ি থেকে অপহরণ করল বাপের বাড়ির লোক! তারপর...

সোশ্যাল মিডিয়া