শনিবার ১৮ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | Om Birla-K Suresh: স্পিকার পদে দুই প্রতিদ্বন্দ্বী, দেখে নিন একনজরে

Riya Patra | ২৫ জুন ২০২৪ ১৮ : ২৭Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন বসেছে সোমবার, ২৪ জুন। ২৬ জুন অধ্যক্ষ নির্বাচিত হবে সংসদে। মঙ্গলবারেই জানা গিয়েছে, দ্বিতীয় দফায় লোকসভার অধ্যক্ষ হিসেবে এনডিএ জোট সিলমোহর দিয়েছে ওম বিড়লার নামের পাশে। অন্যদিকে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বিড়লার বিপরীতে প্রার্থী হয়েছেন কংগ্রেস সাংসদ কে সুরেশ। বুধাবার ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হবে লোকসভার অধ্যক্ষ। উল্লেখ্য, স্বাধীন ভারতে এই প্রথম শীর্ষ সংসদীয় এই পদের জন্য নির্বাচন হবে। তার আগেই এক নজরে লোকসভার অধ্যক্ষ পদের দুই প্রার্থী।

ওম বিড়লা- জন্ম ১৯৬২ সালের ২৩ নভেম্বর। তাঁর রাজনৈতিক জীবন মূলত আবর্তিত হয়েছে রাজস্থানের কোটাকে কেন্দ্র করেই। ১৯৮৭-৯১ কোটা জেলা ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতি হন। ১৯৯১-৯৭ ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি পদে ছিলেন। ১৯৯৭-২০০৩ ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সহ-সভাপতি পদে ছিলেন। কোটা দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে ২০০৩ সালে কংগ্রেসের শান্তি ধারিওয়ালকে ১০,১০১ ভোটে পরাজিত করে নির্বাচন জেতেন ওম বিড়লা। ভোটের ব্যবধান বাড়িয়ে ফের জিতেছিলেন ২০০৮ সালেও। ২০১৩ সালে ৫০০০০ হাজার মার্জিনে তৃতীয় দফার বিধানসভা নির্বাচন জেতেন। ২০০৩-০৮ সময়কালে রাজস্থান সরকারের সংসদীয় সচিব ছিলেন তিনি। বিড়লা রাজস্থানের কোটা থেকে লোকসভা ভোট জেতেন ২০১৪ সালে। টানা তিনবার কোটা থেকেই সাংসদ হন তিনি। ২০১৯ সালের ১৯ জুন ১৭তম লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন। পুনরায় ২০২৪ সালে তাঁকেই অধ্যক্ষ পসে বসাতে চাইছে এনডিএ সরকার। ওম বিড়লা গত দুই দশকে প্রথম ব্যক্তি, দ্বিতীয়বারেও যাঁর উপর ভরসা রেখেছে শাসক দল। এর আগে ১৯৮০-১৯৯০, টানা দশ বছর, অর্থাৎ দুই পূর্ণ লোকসভা কালে অধ্যক্ষ পদে বসেছিলেন বলরাম জাখর। বুধবার বিড়লা জিতে গেলে, তিনি ছুঁয়ে ফেলবেন জাখরের রেকর্ড।

কে সুরেশ- কোডিকুনিল সুরেশ। জন্ম ৪ জুন, ১৯৬২। কেরল প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি। লোকসভায় কংগ্রেস সংসদীয় দলের চিফ হুইপ। সারা ভারত কংগ্রেস কমিটির সচিব পদে ছিলেন সুরেশ, ছিলেন কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান প্রতিমন্ত্রীও। ১৯৮৯ সালে প্রথম লোকসভা ভোট জেতেন অদুর থেকে। পরপর ১৯৯১, ১৯৯৬,১৯৯৯-এর নির্বাচন জেতেন। মাঝে ১৯৯৮ এবং ২০০৪-এর নির্বাচনে পরাজিত হন। ২০০৯ সালে মাভেলিকারা থেকে লোকসভা ভোট লড়েন। প্রায় ৫০ হাজার মার্জিনে জয়লাভ করেন সেবার। একই কেন্দ্র থেকে ২০১৪, ২০১৯ এবং ২০২৪-এর নির্বাচনে জয়ী হন এই কংগ্রেস নেতা। গত ৭ দফায় ২৯ বছর সংসদে রয়েছেন কেরলের এই কংগ্রেস নেতা। এই মুহূর্তে লোকসভার সবচেয়ে বেশি মেয়াদের সাংসদ তিনি।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

গুড় ছাড়া চা কেন! ফুড ডেলিভারি কোম্পানির জবাব শুনে অবাক হবেন আপনিও...

মাথায় ফলেছে শস্য! কুম্ভে এবার নজর কাড়ছে 'আনাজ ওয়ালে বাবা' ...

মাথায় ফলেছে শস্য! কুম্ভে এবার নজর কাড়ছে 'আনাজ ওয়ালে বাবা' ...

লন্ডন থেকে আমদানি, জড়িয়ে গিয়েছে ভারতীয় পাহাড়ের ঐতিহ্যে, আপনার জানা আছে কি...

এও সম্ভব? নিজের মেয়ে-সহ নাবালিকাদের পতিতাবৃত্তি ও অন্তরঙ্গ ভিডিও করতে বাধ্য করায় গ্রেপ্তার দম্পতি ...

যৌথ বাহিনীর সঙ্গে টানা রক্তক্ষয়ী গুলির লড়াই, বিজাপুরের জঙ্গলে খতম ১২ মাওবাদী...

ছেলে অভয় বাড়ি ফিরুক, কাতর আর্জি মহাকুম্ভে নজরকাড়া আইআইটি বাবার পরিবারের...

‘এক কোটি নগদ চাই’, সইফের বাড়িতে ঢুকে দুষ্কৃতির হুমকি, তারপরে কী হল? পরিচারিকার কথায় বিস্ফোরক তথ্য ...

সইফের চার তলার রাজপ্রাসাদে কী নেই! দুষ্কৃতি তাণ্ডবের মধ্যে জেনে নিন নবাব-পুত্রের রাজমহলের খুঁটিনাটি...

ব্যাঙ্ক কর্মীদের মাথায় বাজ, হঠাৎ চাকরি হারাতে পারেন লক্ষ লক্ষ মানুষ ...

মাত্রাছাড়া দূষণ দিল্লিতে, একগুচ্ছ গাড়ি নিষিদ্ধ রাজধানীতে, তালিকা দেখে নিন এখনই ...

নদীতে আগুন! কালো ধোঁয়ায় ঢাকল শহর

ভুল করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা, টের পেতেই কী করলেন কৃষক?...

মোদির সামনে মাথা হেঁট হল জুকারবার্গের, বলা কথা গিলে ক্ষমা চাইলেন ফেসবুক প্রধান ...

১ টাকার নোট থেকে পেতে পারেন ৭ লক্ষ টাকা, কীভাবে জেনে নিন...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



06 24